26

কুইজ – প্রধান উপনিষদসমূহ

উপনিষদ অর্থাৎ বেদান্তই হল ভারতীয় দর্শনের উৎস। গুরু-শিষ্য পরম্পরা দ্বারা সৃষ্ট ‘উপ-নি-ষদ’ শব্দের আক্ষরিক অর্থ হল “গুরুর নিকটে বসা” বা “গুরুর শরণাপন্ন হওয়া”। ১০টি (বা ১৩টি) প্রধান উপনিষদগুলির উপর আমাদের মহান আচার্যগণ – শংকরাচার্য ও রামানুজাচার্য – ভাষ্য রচনা করেছেন।

প্রধান উপনিষদগুলি কীভাবে বাস্তবতার প্রকৃতি ব্যাখ্যা করে (‘ব্রহ্ম সত্য, জগত মিথ্যা’), তা আমরা এই কুইজ থেকে জানতে পারব। ঐতিহ্যগতভাবে প্রধান উপনিষদগুলির ধারাবাহিকতা অনুযায়ী প্রশ্নগুলির ক্রম নির্ধারণ করা হয়েছে, যদিও শেষ দুইটি উপনিষদ (বৃহদারণ্যক ও ছান্দোগ্য) প্রকৃতপক্ষে প্রাচীনতম।

আমাদের এই কুইজটি উপনিষদ গবেষক শ্রীমতী গীতা কুলকার্ণির গবেষণামূলক প্রবন্ধ এবং অন্যান্য উৎস থেকে অনুপ্রাণিত। আমরা এই জ্ঞানসমুদ্রের অতি সাধারণ পাঠক মাত্র, এবং আশা করি, পাঠকেরা এই কুইজের যে কোন ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন।

Maniam Selvan Picture – Guru Sishya tradition in the background of Dakshnimoorthy

ঈশ উপনিষদ বলে যে, কোন একটি কর্মের উদ্দেশ্য যদি সঠিক হয়, তবে সেই কর্মের দ্বারা কোন বন্ধন তৈরী হয় না। ঈশ উপনিষদ ব্যতীত আর কোন গ্রন্থ এই শিক্ষা দেয়?

কেন’ উপনিষদের নামকরণ তার প্রথম প্রশ্নবোধক শ্লোক থেকেই। ‘কেন’ শব্দের অর্থ কী?

নিম্নলিখিত কোন উদাহরণটি ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং আত্মার সম্পর্ক বোঝাতে কঠোপনিষদে ব্যবহার করা হয়েছে?

নিম্নলিখিত প্রত্যেকটি প্রতীক হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন উপনিষদ কোনটিকে বিশেষ রূপে চিহ্নিত করেছে?

আমাদের প্রজাতন্ত্রের আদর্শবাণী মুণ্ডক উপনিষদ থেকে উদ্ধৃত। বাণীটি কী?

মাণ্ডূক্য উপনিষদে জাগরণ, স্বপ্ন এবং গভীর নিদ্রা অতিক্রম করে একটি চতুর্থ অবস্থার কথা বলা হয়েছে, যা পরম সত্যের প্রকৃতি বোঝাতে ব্যবহৃত হয়। সেটি কোন অবস্থা?

তৈত্তিরীয় উপনিষদ অনুযায়ী, মানব ব্যক্তিত্ব কতগুলি কোষ (আবরণ) দ্বারা গঠিত?

কখনো কখনো রচয়িতার প্রথম জীবনের জীবিকার জন্য বলা হয় যে ঐতরেয়োপনিষদের রচয়িতা একজন _____। এই উপনিষদটির রচয়িতা কে?

ছান্দোগ্য উপনিষদে ঋষি হরিদ্রুমত গৌতম কার পুত্রকে তাঁর শিষ্যরূপে গ্রহণ করেন?

বৃহদারণ্যক উপনিষদে ‘ইহা নহে, উহা নহে’ এই প্রত্যাখ্যানপন্থার মাধ্যমে বোঝানো হয়েছে যে পরম সত্যকে সাধারণ পরিভাষায় ব্যাখ্যা করা যায় না। এই মতবাদটি সাধারণত কী নামে পরিচিত?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In