দীপাবলির পরের দিন ভারতে কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল প্রদেশ সহ বহু স্থানে বলি-প্রতিপদ পালন করা হয়। লোকমুখে প্রচলিত ধারণা অনুযায়ী প্রতি বছর এইদিনে বলি তাঁর রাজ্যে ফিরে আসেন।
বিষ্ণু তাঁকে সুতলে পাঠানোর নির্দেশ দিলে বলিরাজ বছরে একদিন করে নিজের রাজ্যে ফিরে আসার অনুমতি প্রার্থনা করেন। তখন বিষ্ণু সেই অনুরোধ মঞ্জুর করেন। বামন পুরাণে বলা হয়েছে যে, শক্রোৎসবের পরদিন যে প্রতিপদ, তাকে বলিপূজার দিন অর্থাৎ দ্বারপ্রতিপদ হিসেবে পালন করা হবে। এই দিনে সুস্থ ও সমৃদ্ধ মানুষেরা সাজসজ্জা করে পুষ্প ও প্রদীপ দিয়ে বলির পূজা করবেন। এই আনন্দের দিনটি কৌমুদী নামে পরিচিতি পাবে।
Picture Credit: Venugopal and Jayachadran, Tatvamasi Mural Art
দীপাবলির পরের দিন ভারতে কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল প্রদেশ সহ বহু স্থানে বলি-প্রতিপদ পালন করা হয়। লোকমুখে প্রচলিত ধারণা অনুযায়ী প্রতি বছর এইদিনে বলি তাঁর রাজ্যে ফিরে আসেন।
বিষ্ণু তাঁকে সুতলে পাঠানোর নির্দেশ দিলে বলিরাজ বছরে একদিন করে নিজের রাজ্যে ফিরে আসার অনুমতি প্রার্থনা করেন। তখন বিষ্ণু সেই অনুরোধ মঞ্জুর করেন। বামন পুরাণে বলা হয়েছে যে, শক্রোৎসবের পরদিন যে প্রতিপদ, তাকে বলিপূজার দিন অর্থাৎ দ্বারপ্রতিপদ হিসেবে পালন করা হবে। এই দিনে সুস্থ ও সমৃদ্ধ মানুষেরা সাজসজ্জা করে পুষ্প ও প্রদীপ দিয়ে বলির পূজা করবেন। এই আনন্দের দিনটি কৌমুদী নামে পরিচিতি পাবে।
Picture Credit: Venugopal and Jayachadran, Tatvamasi Mural Art