96

মহাকবি কালিদাস ক্যুইজ

বাল্মীকি, ব্যাস এবং কালিদাস সংস্কৃত সাহিত্য স্রষ্টাদের মধ্যে অন্যতম। তাঁদের মধ্যে কালিদাসকে অনেকেই অন্যতম শ্রেষ্ঠ কবি বলে মান্য করেন। শ্রীঅরবিন্দ বলেছেন, “তিনি ইন্দ্রিয়গ্রাহ্য কল্পচিত্রের, নান্দনিক সৌন্দর্যের এবং ভাবময় অনুভূতির শ্রেষ্ঠ স্রষ্টা।” তাঁর রচনায় নান্দনিকতা মুখ্য স্থান পেয়েছে। গবেষকদের মতে, তিনি মোট সাতটি গ্রন্থ রচনা করেছিলেন—চারটি কাব্য এবং তিনটি নাটক—যদিও আরও অনেক রচনা তাঁর লেখা বলে প্রচলিত আছে।
কালিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তাঁর সৃষ্টি ও তাঁর জীবনকাহিনী সম্বন্ধে কিছু তথ্য উপস্থাপন করব এই সংক্ষিপ্ত ক্যুইজের মাধ্যমে।

১। ‘ঋতুসংহার’ হল ঋতুসমূহের উপর কালিদাসের একটি রচনা। তিনি কয়টি ঋতুর বর্ণনা করেছেন?

২। ‘কুমারসম্ভব’ কোন যুদ্ধ দেবতার জন্মবৃত্তান্তের বর্ণনা দেয়?

৩। ‘মেঘদূত’-এ প্রেমিক তার প্রিয়তমার কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য কাকে প্রেরক হিসেবে ব্যবহার করে?

৪। ‘রঘুবংশ’ মহাকাব্য কোন রাজবংশকে নিয়ে রচিত?

৫। ভারতের ইতিহাসে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোন রাজবংশ রাজত্ব লাভ করে, যে বংশের কাহিনী ‘মালবিকাগ্নিমিত্রম্’ গ্রন্থের প্রধান বিষয়বস্তু?

৬। কালিদাস বিরচিত কোন নাটক ভারতের সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলে গণ্য করা হয়?

৭। কোন পরমাসুন্দরী অপ্সরাকে নিয়ে রচিত নাটক ‘বিক্রমোর্বশীয়ম্’ -এর মধ্যে দিয়ে কালিদাস তাঁর পৃষ্ঠপোষক রাজার গুণকীর্তন করেছেন?

৮। কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?

৯। গঢ়কালিকা শক্তিপীঠের দেবীর কৃপায় কালিদাস এক মহামূর্খ ব্যক্তি থেকে মহাপণ্ডিত ব্যক্তি হয়ে উঠেছিলেন। এই শক্তিপীঠ কোথায় আছে?

১০। কালিদাসের মেঘদূত কাব্যের যক্ষ যেখানে নির্বাসিত ছিলেন, সম্ভবত রামচন্দ্র তাঁর বনবাস কালে সেই স্থানে একদা গিয়েছিলেন। মহারাষ্ট্রের কোথায় এই স্থানটি অবস্থিত?

১১। রবীন্দ্রনাথ বলেছেন যে শকুন্তলা গ্রন্থের দ্বিতীয় ভাগ একটি অনন্য ভারতীয় দর্শনকে পাঠকের দৃষ্টিগোচর করে যেখানে শকুন্তলা ও দুষ্যন্ত উভয়েই দুঃখানলে পরিশুদ্ধ হন। এই দর্শন কি?

১২। ‘উপমা কালিদাসস্য’ কথাটি সাহিত্যের কোন বিশেষ অলঙ্কারের উপর কালিদাসের নৈপুণ্যের পরিচয় দেয়?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In