46

বিজয়নগর – এক বিস্মৃত সাম্রাজ্যের কাহিনী

চতুর্দশ শতকে দিল্লীর সুলতানরা দাক্ষিণাত্যের প্রাচীন রাজ্যগুলিকে আক্রমণ ও ধ্বংস করেন। সেই ধ্বংসস্তুপ থেকে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান হয়। সঙ্গম বংশোদ্ভূত হরিহর, বুক্ক এবং তাঁদের কুলের মানুষজন এই সাম্রাজ্য গড়ে তোলেন। পূর্বে এঁরা কাকতীয় এবং কাম্পিলি রাজ্যের রাজকর্মচারী ছিলেন। প্রায় দুই শতক ধরে বিজয়নগর সাম্রাজ্য সম্পূর্ণ দাক্ষিণাত্যকে শাসন করে এবং দাক্ষিণাত্যের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে।
মুঘল সম্রাট বাবর তাঁর আত্মজীবনী ‘বাবরনামা’য় খৃষ্টীয় ষোড়শ শতকের দুইজন হিন্দু রাজার উল্লেখ করেছেন – উত্তর ভারতের রাণা সঙ্গ এবং দাক্ষিণাত্যের রাজা কৃষ্ণদেবরায়। বিজয়নগরকে রাজ্যের বিস্তার এবং সামরিক শক্তি দুইয়ের নিরিখেই তিনি শ্রেষ্ঠতর মান্যতা দিয়েছেন। কর্ণাটক এককভাবে এই ঐতিহ্যের দাবিদার নয়, তবে এই সাম্রাজ্যের রাজধানী হাম্পি অধুনা কর্ণাটকেই অবস্থিত।
ঐতিহাসিক রবার্ট সেওয়েল বিজয়নগর রাজ্যটিকে এক বিস্মৃত রাজ্য বলে বর্ণনা করেছেন। আসুন, কর্ণাটক রাজ্য দিবসে আমরা সেই গৌরবময় ইতিহাসের কিছু পাতা উল্টে দেখি।
এই ক্যুইজটির রচয়িতা তরুণ ইতিহাসপ্রেমী শ্রীনিধি। বর্তমানে তিনি আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্স এবং ভারতীয় জ্ঞানব্যবস্থা বিষয়ে গবেষণায় রত।

বিজয়নগর রাজ্য সম্পর্কে উৎসাহীরা অতিরিক্ত কিছু প্রশ্নও চেষ্টা করে দেখতে পারেন।

১। শংকরাচার্য্য প্রতিষ্ঠিত কোন মঠের অধ্যক্ষ বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠায় প্রেরণা দিয়েছিলেন?

২। বিজয়নগর সাম্রাজ্য কোন কর্ণাটকী (দক্ষিণ ভারতের শাস্ত্রীয়) সঙ্গীতের মহান প্রবক্তার পৃষ্ঠপোষকতা করেছে?

৩। বিজয়নগর রাজসভার কোন বিদ্বজ্জন ভাষ্য রচনা করে লুপ্তপ্রায় বৈদিক সাহিত্যকে পুনরুজ্জীবিত করেন?

৪। বিজয়নগর রাজারা ভারতের একটি বিখ্যাত দেবী মন্দিরকে স্বাধীন করেছিলেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাদেবী একটি কাব্য রচনা করেছিলেন। এটি কোন মন্দির?

৫। দাক্ষিণাত্যের এক বিরাট অঞ্চল জুড়ে বিজয়নগর সাম্রাজ্য আধিপত্য বিস্তার করেছিল। খ্যাতনামা রাজা কৃষ্ণদেবরায় একজন বহুভাষী ছিলেন। কোন ভাষায় তিনি অমুক্তমাল্যদা মহাকাব্য রচনা করেছিলেন?

৬। বিজয়নগর ব্যতীত, দক্ষিণ ভারতের আর কোন প্রাচীন রাজ্যের প্রতীক চিহ্ন ছিল বরাহ?

৭। বিজয়নগরের সমস্ত রাজকীয় আদেশ কোন দেবতার নামে স্বাক্ষরিত হত?

৮। বিজয় বিঠ্ঠল মন্দিরের ভগ্নাবশেষে অবস্থিত বিখ্যাত পাথরের রথটির চিত্র কোথায় দেখা যায়?

৯। বিজয়নগর সাম্রাজ্যের কোন মহোৎসব এর উত্তরসূরি রাজ্য মাইশোরে আজও উদযাপিত হয়?

১০। ১৫৩৭ সালে বিজয়নগরের সম্রাট অচ্যুতদেবরায় প্রদত্ত বারোটি গ্রাম পরে ব্যাঙ্গালোর নগর হয়ে ওঠে। তিনি এই গ্রামগুলি কাকে প্রদান করেছিলেন?

১১। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম যে এলাকাটি অনুদান পায় সেটি বিজয়নগর সাম্রাজ্য তাদের দিয়েছিল। পরবর্তীকালে সেটি কোন মহানগর হয়ে ওঠে?

কার আক্রমণে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In