84

বিবেকানন্দ- সংক্রান্তি ক্যুইজ

১৮৬৩ সালের ১২ই জানুয়ারি, পৌষ সংক্রান্তির ঊষালগ্নে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। পৌষ সংক্রান্তি সূর্যের উত্তরায়ণ যাত্রার, এবং সেইসঙ্গে আশা ও আলোকপথে যাত্রার সূচনা করে। সূর্যের অয়নপথ পরিবর্তনের সমতূল্য হল স্বামী বিবেকানন্দ কর্তৃক আধ্যাত্মিকতার নতুন পথে ভারতবর্ষকে চালনা করা। ভারতের নিদ্রাচ্ছন্ন জাতীয় আত্মাকে তিনি জাগ্রত করেছিলেন। মাত্র দশ বছরের কর্মজীবনে তিনি সমগ্র বিশ্বে এক গভীর ও স্থায়ী পরিবর্তন এনে দিয়েছিলেন।

১৯৫৩ সালে স্বামী নিখিলানন্দ রচিত তাঁর জীবনী গ্রন্থকে ভিত্তি করে আমরা স্বামী বিবেকানন্দের জীবন ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হব।

১। জন্মের পরে স্বামী বিবেকানন্দের পিতা-মাতা তাঁর কী নামকরণ করেছিলেন?

২। স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ কোন কালী মন্দিরে পৌরোহিত্য করতেন?

৩। স্বামী বিবেকানন্দ একটি শিলাখণ্ডে বসে ধ্যান করেছিলেন এবং তাঁর উপলব্ধ জ্ঞান বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার সংকল্প করেছিলেন। এই “বিবেকানন্দ রক” কোথায় অবস্থিত?

৪। রাজস্থানের খেত্রি রাজ্যের রাজা স্বামী বিবেকানন্দের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সেই অবদানটি কী?

৫। আমেরিকার কোন শহরের ধর্ম মহাসভায় ভাষণ দিয়ে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে বিখ্যাত হয়েছিলেন?

৬। ১৮৯৩ সালে শিকাগোর ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দ ব্যতীত আর কোন জাতীয়তাবাদী নেত্রী অংশগ্রহণ করেছিলেন?

৭। নিউ ইয়র্কের কাছে থাউজ্যাণ্ড আইল্যাণ্ড পার্কে এক আশ্রমশিবিরে স্বামী বিবেকানন্দ আনুষ্ঠানিকভাবে কতজন আমেরিকান শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন?

৮। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় কোথায়?

৯। স্বামী বিবেকানন্দের জীবনের কোন দুঃখজনক ঘটনা তাঁকে ভারতের সামাজিক বৈষম্যের দিকে গভীরভাবে মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করেছিল?

১০। সমুদ্রপথে ভারতে ফেরার সময় দুইজন খৃষ্টান মিশনারী হিন্দুধর্মের নিন্দা ও কঠোর সমালোচনা করছিলেন। এর উত্তরে বিবেকানন্দ কী বলেছিলেন?

১১। কে স্বামী বিবেকানন্দকে “জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক পিতা” আখ্যা দেন?

১২। স্বামী বিবেকানন্দের প্রধান আধ্যাত্মিক বাণীটি কী?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In