56

প্রজাতন্ত্র দিবস কুইজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজাদ হিন্দ ফোজ (INA) যেন হঠাৎ করেই আবির্ভূত হয়েছিল। তাদের জনপ্রিয় নেতা ছিলেন অদম্য, অসীম সাহসী। এক ঐতিহাসিক বলেছেন যে নেতাজী ভারতকে স্বাধীনতা এনে দিতে ফ্যাসিস্টদের সঙ্গে মিত্রতা করেছিলেন। এই বক্তব্য INA সম্বন্ধে জনমতকে প্রভাবিত করে। অপরদিকে সরোজিনী নাইডু নেতাজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “… a flaming sword forever unsheathed in defense of the land he worshipped.” অর্থাৎ, “যে দেশকে তিনি পূজা করতেন, তার রক্ষার্থে তিনি ছিলেন চির-কোষমুক্ত এক জ্বলন্ত তলোয়ার”। সেই দেশ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারীতে প্রজাতন্ত্র রূপে ঘোষিত হল।

২৩শে জানুয়ারী ছিল নেতাজীর জন্মদিন। আজ ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে আমরা এই “জ্বলন্ত তলোয়ার”-এর অসামান্য জীবনগাথা নতুন করে স্মরণ করব। পিটার ওয়ার্ড ফে রচিত “The Forgotten Army” গ্রন্থটি উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে।

১. ১৯৪১ সালের জানুয়ারিতে নেতাজি তাঁর কলকাতার বাড়ি থেকে গৃহবন্দি দশা কাটিয়ে পালিয়ে যান। তিনি কোথায় গিয়েছিলেন?

২. কোন শহরে আইএনএ প্রথম তাদের অস্তিত্ব ঘোষণা করে?

৩. জাপানিরা আইএনএ (INA) এর প্রথম অধিনায়ক নিযুক্ত করেন। তিনি কে ছিলেন?

৪. আইএনএ (INA)-এর প্রথম রাজনৈতিক প্রধান ছিলেন একজন দৃঢ়চেতা হার-না-মানা বিপ্লবী। তিনি কে ছিলেন?

৫। ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের সৈন্যবল কত অনুমান করেছিল?

৬. ১৯৪৩ সালের ২১শে অক্টোবর নেতাজি কী ঘোষণা করেছিলেন?

৭. আজাদ হিন্দ ফৌজের জাতীয় সংগীত ছিল হিন্দুস্তানি ভাষায় ‘শুভ সুখ চেইন’। মূল গানটি কোন বাঙালি কবি লিখেছিলেন?

৮. আইএনএ-র (INA) একটি নারী রেজিমেণ্ট ছিল। এটি কার নামে নামকরণ করা হয়েছিল?

৯. ১৯৪৪ সালের এপ্রিলে আইএনএ (INA) প্রথম কোথায় তাদের পতাকা উত্তোলন করেছিল?

১০. আইএনএ (INA) -এর ভারত অভিযানে কোন দুটি শহরের মধ্যবর্তী সড়ক ছিল প্রধান যুদ্ধক্ষেত্র?

১১. আইএনএ (INA) তাদের শেষ যুদ্ধগুলি ইরাবতী (Irawaddy) নদীর তীরে লড়েছিল। এই নদীটি কোথায় অবস্থিত?

১২. ব্রিটিশদের দ্বারা বিচার হওয়া প্রথম আইএনএ (INA) প্রবীণ ত্রয়ী কারা ছিলেন?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In