104

কৃষ্ণ ও নরকাসুর ক্যুইজ

দীপাবলি উৎসব পালিত হয় বিভিন্ন আঙ্গিকে। এই সুপ্রাচীন উৎসবের সঙ্গে একাত্ম হয়ে আছেন রাম, লক্ষ্মী, কালী ও কৃষ্ণ। চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ নরকাসুরকে পরাজিত করেছিলেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই বিজয়োৎসব নরক চতুর্দশী নামে পালিত হয়। শ্রীকৃষ্ণ ও নরকাসুরের যুদ্ধ কোথায় ঘটেছিল? নরকাসুরের পিতৃমাতৃপরিচয় কি? তাঁর রাজ্য কোথায় অবস্থিত ছিল? কোন নারী তাঁকে বধ করেন?

আমাদের মহাকাব্য ও পুরাণে নরকাসুরের কাহিনীর বিবরণ পাওয়া যায়। সেইসকল কাহিনী আমরা আজকের ক্যুইজে নিয়ে এসেছি। কৃষ্ণ ও নরকাসুরের চিত্রটি gaatha.com থেকে গৃহীত। একটি একটি অপূর্ব চর্মশিল্প চিত্রকলার নিদর্শন। পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী উপহার পাবেন অমি গণাত্র রচিত Ramayana Unravelled গ্রন্থটি।

Special Gift for Bengali language quiz – Three lucky participants in the Bengali language quiz will receive Bangalir Itihas – Adiparba by Niharranjan Ray

১। নরকাসুরের প্রখ্যাত মাতা ও পিতা কারা?

২। নরকাসুরের রাজ্যের নাম ছিল প্রাগজ্যোতিষপুর। আধুনিক কালে সেটি কোন রাজ্য?

৩। নরকাসুর দেবরাজ ইন্দ্রের মাতার কর্ণাভরণ হরণ করেছিলেন। ইন্দ্র তখন শ্রীকৃষ্ণের সাহায্য প্রার্থনা করেন। ইন্দ্রের মাতা কে?

৪। নরকাসুরের সঙ্গে যুদ্ধকালে গরুড়ের ভূমিকা কি ছিল?

৫। কয়েকটি প্রচলিত কাহিনী অনুযায়ী এক নারী নরকাসুরকে বধ করেন। তিনি কে?

৬। নরকাসুরের বাহিনীর এক পঞ্চমুণ্ডধারী সেনাধ্যক্ষকে বধ করে শ্রীকৃষ্ণ কোন নামে প্রসিদ্ধ হন?

৭। নরকাসুরকে পরাজিত করে তাঁর কারাগার থেকে শ্রীকৃষ্ণ কতজন নারীকে মুক্ত করেন?

৮। রামায়ণেও নরকাসুরের উপাখ্যান বর্ণিত আছে। সেই কাহিনীতে নরকাসুরের হন্তা কে?

৯। কালিকাপুরাণ অনুসারে বিষ্ণু নরকাসুরকে দেবীর কোন রূপকে পূজা করতে বলেছিলেন?

১০। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবপক্ষের কোন যোদ্ধা নরকাসুরের পুত্র ছিলেন?

১১। নরকাসুরকে পরাজিত করার পর সত্যভামা ও শ্রীকৃষ্ণের বিশ্রাম আখ‍্যানকে অনুকরণ করে দক্ষিণ ভারতে কোন আচার অনুষ্ঠিত হয়?

১২। দীপাবলিতে নরকাসুরের কুশপুত্তলিকা দাহ করা কোন রাজ্যে প্রচলিত?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In