27

ভারতীয় অভিযন্ত্রবিদ্যা ক্যুইজ

আজ, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিশ্বকর্মা পূজা। ঋগ্বেদই প্রথম বিশ্বকর্মাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং ইঞ্জিনিয়ারিং-এর দেবতা রূপে তাঁকে মান্য করে। আধুনিক যুগে, বিশ্বেশ্বরৈয়া এই শ্রেষ্ঠত্বের ঐতিহ্যকে পুনরুদ্ধার করেছিলেন এবং তাঁর জন্মদিন (15 সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে উদযাপিত হয়। এই ক্যুইজ-এ ইঞ্জিনিয়ার শব্দটির অনূদিত রূপ যন্ত্রবিদ/অভিযান্ত্ৰিক/প্রকৌশলী, এবং ইঞ্জিনিয়ারিং শব্দটির অনুবাদ রূপে অভিযন্ত্রবিদ্যা বা প্রকৌশলবিদ্যা ব্যবহৃত হয়েছে|

আসুন, আমরা ভারতীয় সভ্যতায় ধাতুবিদ্যা, সেচ এবং সড়ক নির্মাণের কিছু অনন্য কৃতিত্ব উদযাপন করি। এটি indiYatra.in -এ উপলভ্য ‘ভারতীয় প্রযুক্তি’ সম্পর্কিত আমাদের আগের ক্যুইজের সহযোগী। পাঁচজন ভাগ্যবান ক্যুইজার বিবেক দেবরায়ের ভগবদ গীতা বই জিতবেন।

১। প্রকৌশলী দিবস মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরৈয়ার জন্মদিনে উদযাপিত হয়। কর্ণাটক এবং তামিলনাড়ুতে জল সরবরাহকারী কোন গুরুত্বপূর্ণ বাঁধ তিনি নির্মাণ করেছিলেন?

২। শিবগালাই এবং অন্যান্য স্থান থেকে পাওয়া সর্বশেষ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি ইঙ্গিত করে যে উচ্চ তাপমাত্রায় লোহা তরলীকরণ পদ্ধতি সম্ভবত ৫০০০ বছর আগে শুরু হয়েছিল। শিবগালাই কোথায়?

৩। প্রথম শতকে নির্মিত তামিলনাড়ুর কল্লানাই বাঁধ সম্ভবত ভারতের প্রাচীনতম বাঁধ যা এখনও ব্যবহার করা হয়। কোন রাজবংশ বাঁধটি তৈরি করেছে?

৪। এই রাজবংশকালে নির্মিত পাথরের ভাস্কর্যগুলির একটি বিশেষ পালিশ ছিল যার উদাহরণ পাটনা যাদুঘরের বিখ্যাত দিদারগঞ্জ যক্ষী। কোন রাজবংশ?

৫। সভ্যতার প্রয়োজনের সঙ্গে ভারতীয় নান্দনিকতার মিশ্রণের একটি অসামান্য উদাহরণ হল সিঁড়িকূপ বা ধাপকূপ। ‘রাণী কি ভাভ’ বা রাণীর ধাপকূপ কোথায় আছে?

৬। দক্ষিণ ভারতের এই স্বল্পপরিচিত রাজবংশ শিলখড়ি (soapstone) খোদাই করে অনেকগুলি তারকাকৃতি কারুকার্যময় মন্দির তৈরি করেছিল। সেখানকার স্তম্ভগুলির পৃষ্ঠতল যেন লেদযন্ত্রে কৃত সমাপণ। কোন রাজবংশের কথা বলা হয়েছে?

৭। হাম্পির বিট্ঠল মন্দির সহ কয়েকটি মন্দিরে এক রহস্যময় ধ্বন্যাত্মক বৈশিষ্ট্য আছে। সেটি কি?

৮। কোন মধ্যযুগীয় সুলতান গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে ব্যাপকহারে সেচ খাল তৈরি করেছিলেন?

৯। শেরশাহ সুরির নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সঙ্গে চিরকাল যুক্ত থাকবে। এই রাস্তা কোন দুটি স্থানকে সংযুক্ত করে?

১০। নামদাং শিলা সাকু একটিমাত্র পাথর থেকে কাটা একটি সেতু। কোথায় দেখা যায় এই সেতু?

১১। ইউনেস্কোর ঐতিহ্যবাহী এই স্থানটি শীতল হওয়ার জন্য ভেঞ্চুরি প্রভাব ব্যবহার করে এবং তার সুপরিচিত দ্রষ্টব্য বহির্ভাগ প্রকৃতপক্ষে তার পৃষ্ঠভাগ। এটি কোন স্থান?

১২। কেরালার আরানমুলায় জিআই ট্যাগযুক্ত আয়না তৈরির পদ্ধতি কাঁচের পরিবর্তে কি ব্যবহার করে?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In