চক্রবর্তী রাজাগোপালাচারী, যিনি ‘রাজাজী’ নামে সমাদৃত, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রদূত। ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত অর্থাৎ, ভারত প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হওয়া পর্যন্ত, তিনি ভারত অধিরাজ্যের দ্বিতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি একজন বিশিষ্ট বিরোধী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রামায়ণ, মহাভারত ও গীতার অত্যন্ত জনপ্রিয় সহজ ইংরেজি সংস্করণের রচয়িতা হিসাবে রাজাজী বিখ্যাত হয়েছিলেন। যুবসমাজকে তাঁর গীতা কীভাবে প্রভাবিত করতে পারে, সে বিষয়ে রাজাজী লেখেন:
“প্রধানত ছাত্রদের জন্য রচিত এই সারাংশটি সেই পুরাণের গল্পের পিতার মত। সেই পিতা তাঁর সন্তানদের বলেছিলেন তাদের নিজেদের জমিতে গুপ্তধন প্রোথিত আছে, তা সন্ধানের জন্য খনন করতে হবে। সোনার খোঁজ মিলেছিল ঠিকই, তবে তা কোনও হাঁড়িতে লুকিয়ে থাকা ধনরত্ন নয়, কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে আশাতীত শস্য ফলন হিসেবে। তেমনই, লেখকের গীতার ব্যাখ্যায় বিশেষ কিছু নেই, কিন্তু যদি পাঠকরা খনন করতে উৎসাহিত হন, তবে গীতা — আমাদের অমূল্য ঐতিহ্য — সাধনাপ্রবণ আত্মাকে এক সমৃদ্ধ ফলন দেবে।”
চিত্র: https://www.goodreads.com/book/show/35049196-the-bagavad-gita
চক্রবর্তী রাজাগোপালাচারী, যিনি ‘রাজাজী’ নামে সমাদৃত, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রদূত। ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত অর্থাৎ, ভারত প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হওয়া পর্যন্ত, তিনি ভারত অধিরাজ্যের দ্বিতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি একজন বিশিষ্ট বিরোধী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রামায়ণ, মহাভারত ও গীতার অত্যন্ত জনপ্রিয় সহজ ইংরেজি সংস্করণের রচয়িতা হিসাবে রাজাজী বিখ্যাত হয়েছিলেন। যুবসমাজকে তাঁর গীতা কীভাবে প্রভাবিত করতে পারে, সে বিষয়ে রাজাজী লেখেন:
“প্রধানত ছাত্রদের জন্য রচিত এই সারাংশটি সেই পুরাণের গল্পের পিতার মত। সেই পিতা তাঁর সন্তানদের বলেছিলেন তাদের নিজেদের জমিতে গুপ্তধন প্রোথিত আছে, তা সন্ধানের জন্য খনন করতে হবে। সোনার খোঁজ মিলেছিল ঠিকই, তবে তা কোনও হাঁড়িতে লুকিয়ে থাকা ধনরত্ন নয়, কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে আশাতীত শস্য ফলন হিসেবে। তেমনই, লেখকের গীতার ব্যাখ্যায় বিশেষ কিছু নেই, কিন্তু যদি পাঠকরা খনন করতে উৎসাহিত হন, তবে গীতা — আমাদের অমূল্য ঐতিহ্য — সাধনাপ্রবণ আত্মাকে এক সমৃদ্ধ ফলন দেবে।”
চিত্র: https://www.goodreads.com/book/show/35049196-the-bagavad-gita