39

জন্মাষ্টমী কুইজ

২০২৫ সালে পর পর দুইদিন দুটি গুরুত্বপূর্ণ
জন্মজয়ন্তী – স্বাধীন ভারতের জন্ম (স্বাধীনতা দিবস) ও শ্রীকৃষ্ণের জন্মতিথি
(জন্মাষ্টমী)। যথাযথরূপে এই দুই দিবস একত্রে ভারতের সভ‍্যতা ও ধর্মচিন্তার
পুনর্জাগরণের ইঙ্গিত বয়ে আনে। শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণ ভারতের জাতীয়তাবাদ
আন্দোলনকে উদ্বুদ্ধ করেন। কৃষ্ণের জীবনকাহিনী ও তাঁর বাণী বহু স্বাধীনতা
সংগ্রামীর বিশেষ পাথেয়। তাঁরা গীতা সম্পর্কিত নানাবিধ ব্যাখ্যা ও টীকা রচনা
করেছেন। এই কুইজে আমরা জানবার চেষ্টা করব কি ভাবে ভগবদ্গীতার ভাষ্য ভারতের
স্বাধীনতা-সংগ্রামের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।
শুভ স্বাধীনতা দিবস। শুভ জন্মাষ্টমী।

ইনি ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা এবং স্বনামধন্য ঔপন্যাসিক। কৃষ্ণ চরিতও এঁর রচনা। এঁর নাম কি?

কারাগারে কৃষ্ণের দর্শন লাভ করে কোন বিপ্লবী নেতা ভারতের অন্যতম বিখ্যাত আধ্যাত্মিক গুরুতে রূপান্তরিত হয়েছিলেন?

শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন । গান্ধীজি কীভাবে তাঁর অহিংসার নীতির সঙ্গে মহাভারতের যুদ্ধকে সামঞ্জস্য রেখে এই যুদ্ধের ব্যাখ্যা দিয়েছিলেন?

ভারতের শেষ গভর্নর জেনারেল সহজ ভাষায় রামায়ণ ও মহাভারতের উপর জনপ্রিয় গ্রন্থাদি রচনা করেছিলেন। তিনি ছাত্রদের জন্য গীতার ওপরও একটি বই লিখেছিলেন। তিনি কে?

কোন জননেতা, মহৎ সংস্কৃত পণ্ডিত এবং গণপতি ভক্ত তাঁর মাতৃভাষা মারাঠিতে গীতার উপর গভীর ব্যাখ্যামূলক গ্রন্থ রচনা করেছিলেন?

লালা লাজপত রায় কোন ভাষায় গীতার উপর তাঁর ব্যাখ্যামূলক গ্রন্থ লেখেন, এবং অহিন্দুদের মধ্যে গীতাকে নিয়ে যে ভ্রান্তি আছে তা দূর করার প্রচেষ্টা করেন?

‘কৃষ্ণ প্রেমী’ নামে পরিচিত হসরত মোহানীর সঙ্গে কোন জনপ্রিয় স্লোগানটি যুক্ত?

তিনি স্বাধীন ভারতের সমাজতন্ত্রের প্রতিমূর্তি ছিলেন। তিনি নাস্তিক হয়েও বলেছিলেন — “রাম, কৃষ্ণ ও শিব ভারতের তিন গুরূত্বপূর্ণ স্বপ্ন।” তিনি কে?

স্বামী বিবেকানন্দ লক্ষ্য করেছিলেন যে, গীতা উল্টো করে উচ্চারণ করলে (তা-গী) শব্দটি মানবজীবনের এক মৌলিক অর্থের দিকে ইঙ্গিত করে। তিনি কোন অর্থের কথা উল্লেখ করেছিলেন?

১৮ বছরের কোন বিপ্লবী গীতার একটি কপি হাতে নিয়ে ফাঁসির মঞ্চে উঠেছিলেন?

ইনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্প্যাল্ডিং প্রফেসর এবং এঁর রচিত গীতাভাষ্য শিক্ষামহলে অন্যতম প্রভাবশালী তাত্ত্বিক ব্যাখ্যা। ইনি কে?

ব্রিটেনে জন্মগ্রহনকারী কোন প্রবক্তা, যিনি ভারতের স্বায়ত্বশাসনের সমর্থক ছিলেন, মনে করেছিলেন যে গীতার একটি গভীর বাণীর অন্তর্নিহিত আছে, যা উন্মোচিত করা প্রয়োজন?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In