38

ভারত চা রাজা ক্যুইজ

হিন্দুদের অন্যতম প্রিয় দেবতা গণেশ মহারাষ্ট্রে বিশেষভাবে পূজিত হন। বিনায়ক চতুর্থীতে মুম্বাইয়ে নার পাড়ায় পাড়ায় গণেশ মূর্তি স্থাপন করা হয় এবং তাঁকে মানুষজন নিজের এলাকার ‘রাজা’ হিসেবে মান্য করেন, যেমন— ‘আন্ধেরিচা রাজা’ অর্থাৎ ‘আন্ধেরির রাজা’। ত্রিবান্দ্রাম, সিকিম, মুম্বই, ত্রিপুরা কিংবা মাউন্ট আবু – বস্তুতঃ সারা ভারতেই গণপতির আরাধনা হয়; তাই তিনি ‘ভারতচা রাজা’ বলে সমাদৃত। এই ১২ প্রশ্ন সমৃদ্ধ ক্যুইজে অংশ নিয়ে জেনে নিন – ভারতের নানা প্রান্তে গণেশের পূজা কি প্রকার? ‘গণপতি বাপ্পা মোরয়া’ জয়ধ্বনি কীভাবে শুরু হয়েছিল? জৈনদের গণেশ পূজার পদ্ধতি কেমন? অন্যান্য উৎসবের মধ্যে গণপতি কীভাবে জড়িত? কোন পুরাণে গণেশের সঙ্গে উপনিষদের সংযোগ বর্ণিত হয়েছে?
৫ জন সৌভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন একটি সচিত্র সুন্দর গ্রন্থ — “গণেশা, দ্য অস্পিশাস, দ্য বিগিনিং।”
গণপতি বিসর্জন অনুষ্ঠানের এই ছবিটি তুলেছেন পুরস্কারপ্রাপ্ত ফোটোগ্রাফার সালোনী জৈন।

শ্রীমন্ত ভাউসাহেব রঙ্গারী ১৮৯২ সালে প্রথম ‘সর্বজনীন’ গণেশোৎসবের আয়োজন করেছিলেন। কোন শহরে এটি অনুষ্ঠিত হয়েছিল?

‘গণপতি বাপ্পা মোরয়া’ একটি জনপ্রিয় স্তুতি ধ্বনি। এখানে ‘মোরয়া’ শব্দটির মূল অর্থ কী?

গণেশোৎসব ছাড়াও আরেকটি সর্বজনীন উৎসবে গণপতি একাধিক দিন ধরে পূজিত হন। সেটি কোন উৎসব?

‘লালবাগ চা রাজা’ মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত গণেশোৎসব। তাঁকে ‘নবসা চা গণপতি’ নামেও পূজা করা হয়। ‘নবসা চা’ শব্দের অর্থ কী?

জনপ্রিয় মারাঠি গণেশ-আরতি ‘সুখকর্তা দুঃখহর্তা’-র রচয়িতা ছত্রপতি শিবাজীকেও প্রভাবিত করেছিলেন। এই রচয়িতার নাম কী?

মুদ্গল পুরাণ গণেশের বিভিন্ন অবতার ব্যবহার করে একটি ধর্মীয় বাণী ব্যাখ্যা করে। সেটি কোন বাণী?

খৈরতাবাদ গণেশ উৎসবের গণেশ মূর্তি দেশে সর্ববৃহৎ মূর্তি হিসেবে খ্যাত, কিন্তু শুরুতে এই মূর্তির উচ্চতা ছিল মাত্র এক ফুট। এই উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?

প্রসিদ্ধ গণেশ স্তোত্র ‘বক্রতুন্ড মহাকায়’-এর রচয়িতা কে?

জৈন ধর্মাবলম্বীরাও গণেশের পূজা করেন। জৈনধর্মে গণেশকে কীসের দেবতা হিসেবে মানা হয়?

অধিকাংশ দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আরম্ভ হয় গণেশের উদ্দেশ্যে একটি প্রাণবন্ত সঙ্গীত নিবেদনের মাধ্যমে। সেটি কোন গান?

সকলবিঘ্ননাশী দেবতাকে আহ্বানের মাধ্যমে ‘বিষ্ণু সহস্রনাম’ স্তোত্রের সূচনা হয়। অনেকে একে গণেশের উপাসনা বলেও মনে করেন। প্রথম কোথায় এই স্তোত্রটির বিষয়ে জানা যায়?

একটি বিখ্যাত উৎসবের আগে পুরীর জগন্নাথদেব গণেশরূপে (হাতি বেশে) অবতীর্ণ হন। সেই উৎসবটির নাম কী?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In