99

বিদ্যার্থীর গীতা

আজ, ১লা ডিসেম্বর ২০২৫, গীতা জয়ন্তী। হিন্দুধর্মের ধর্মগ্রন্থগুলির সর্বাগ্রে শ্রীমদ্ভগবদগীতার স্থান। বহু বিদ্বজ্জনের মতে গীতার দর্শন সমগ্র পৃথিবীতে সর্বোৎকৃষ্ট দর্শন। আজকের উপস্থাপনায় আমরা গীতার কয়েকটি মুখ্য শ্লোক আলোচনা করব।

গীতা মহাসমুদ্রের ন্যায় গভীর ও বিশাল। এর ব্যাপ্তির সম্মুখে আমরা নিতান্তই অকিঞ্চিৎকর। তাই, ক্যুইজের প্রারম্ভে সম্ভাব্য ভুলভ্রান্তি ও অত্যধিক সরলীকরণ জনিত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি।

এই ক্যুইজ রচনা করতে রাজাগোপালাচারী রচিত “Bhagavad Gita – Handbook for Students” এবং বিবেক দেবরায় কৃত ভগবদগীতার অনুবাদের সাহায্য নেওয়া হয়েছে।

https://www.holy-bhagavad-gita.org/ থেকে শ্লোকগুলি এবং তাদের প্রতিবর্ণীকরণের চিত্রগুলি গৃহীত হয়েছে।

১। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা ব্যাখ্যা করেছিলেন। সেই জ্ঞান উপলব্ধি ব্যতীত অর্জুন তাঁর মানসিক যন্ত্রণা ও বিষণ্ণতা থেকে মুক্তিলাভ করতেন না। এই জ্ঞানের মূল বিষয়বস্তু কি?

২। ভগবদ্গীতায় আলোচিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হল কর্ম। কর্ম কাকে বলে?

৩। শ্রীমদ্ভগবদগীতা মতে আমাদের পরিত্যাজ্য কোনটি?

৪। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, “অনিচ্ছুক হয়েও কোন কোন মানুষ কেন পাপ কার্যে লিপ্ত হয়?” শ্রীকৃষ্ণের উত্তর কি ছিল?

৫। শ্রীকৃষ্ণ কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে বলেছেন?

৬। অমঙ্গলের মাঝেও অবিচলিত থাকার জন্য শ্রীকৃষ্ণ মানবজাতিকে কি রূপে বর্ণনা করেছেন?

৭। শ্রীমদ্ভগবদগীতা ভিন্ন ভিন্ন ধর্ম ও উপাসনা পদ্ধতিকে স্বীকৃতি দেয়। শ্রীকৃষ্ণ কিভাবে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনকে সাহায্য করেন?

৮। “আমার প্রতি মন নিবদ্ধ কর, আমার ভক্ত হও, আমার উপাসনা কর এবং আমাকে প্রণাম কর। আমি অঙ্গীকার করছি তুমি অবশ্যই আমার নিকটে পৌঁছাবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়।” উপরোক্ত শ্লোকে শ্রীভগবান মোক্ষলাভের কি পন্থা অবলম্বন করতে বলছেন?

৯। শ্রীমদ্ভগবদগীতা অনুযায়ী প্রকৃত জ্ঞান কি?

১০। শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর অপরিসীম বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এর আধ্যাত্মিক অর্থ কি?

১১। হিন্দুধর্মের অন্য কোন গ্রন্থ কর্মযোগের ধারণাটি সম্পূর্ণরূপে আলোচনা করে?

১২। সাতশো শ্লোক সমৃদ্ধ শ্রীমদ্ভগবদগীতা সম্ভবতঃ হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। গীতার রচনাশৈলী কি প্রকার?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In