50

ভারতে পোর্তুগীজ শাসন

১৯৬১ সালের ১৯শে ডিসেম্বর, ভারতের স্বাধীনতা প্রাপ্তির চোদ্দ বছর পরে, গোয়া পোর্তুগীজ শাসন থেকে মুক্ত হয়ে ভারতের অন্তর্ভুক্ত হয়।
ভারতের প্রথম ইউরোপীয় ঔপনিবেশিক পোর্তুগীজরা ভারতে আসে ১৪৯৮ খৃষ্টাব্দে। তাদের রাজত্ব শেষ হয় ১৯৬১ খৃষ্টাব্দে। সামুদ্রিক বাণিজ্যে তারা প্রথমে আধিপত্য বিস্তার করলেও পরে ওলন্দাজ ও ইংরেজরা তাদের অতিক্রম করে যায়। ভারতে পোর্তুগীজদের প্রধান ভৌগোলিক এলাকা হিসেবে গোয়া চিহ্নিত হয়, যদিও কার্ডিনাল গ্রাসিয়াস বলেছিলেন যে “গোয়ার ক্যাথলিক সংস্কৃতি মূলত খৃষ্টান সংস্কৃতি, পোর্তুগীজ সংস্কৃতি নয়।“
আজকের উপস্থাপনায় থাকছে পোর্তুগীজ উপনিবেশ কালের বিশেষ কিছু ঘটনা, কিছু ব্যক্তি ও কিছু বিষয় সম্বন্ধীয় প্রশ্নাবলী। প্রশ্নগুলি তৈরি করতে উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে দুটি গ্রন্থ – M.N. Pearson রচিত “The Portuguese in India” এবং A.K. Priolkar রচিত “The Goa Inquisition”.

১। ১৪৯৮ সালে কোন বিখ্যাত পোর্তুগীজ নাবিক ভারতে পৌঁছেছিলেন?

২। ১৫১০ সালে পোর্তুগীজরা গোয়া জয় করার আগে সেখানকার শাসক কারা ছিলেন?

৩। ক্যাথলিক চার্চের কোন মধ্যযুগীয় প্রতিষ্ঠান গোয়ার অখৃষ্টানদের কাছে অত্যন্ত ভীতিপ্রদ ছিল?

৪। কোন জেসুইট সন্তকে “গোয়েনচো সাহেব” (গোয়ার রক্ষাকর্তা) বলা হয়?

৫। কেরালার কোন প্রাচীন ধর্মীয় সম্প্রদায়কে পোর্তুগীজরা নির্যাতন করেছিল?

দেবী ভগবতী প্রতি বছর নিউ গোয়ার মারসেলে অবস্থিত তাঁর মন্দির থেকে ওল্ড গোয়ার তিসওয়াড়ি পর্যন্ত একটি যাত্রা করেন। এই যাত্রাটি কোন ঘটনার স্মৃতিতে পালন করে?

৭। কোন মারাঠা নেতা ১৬৮৩ সালে গোয়াকে পোর্তুগীজদের হাত থেকে প্রায় মুক্ত করেছিলেন?

৮। ভারতের কোন শহরটি পোর্তুগীজরা যৌতুক হিসেবে ব্রিটিশদের দেয় ?

৯। পোর্তুগীজরা ভারত থেকে মশলা রপ্তানি করত। তারা ভারতে কি আমদানি করত?

১০। ভারতে কোন প্রধান খাদ্যবস্তু পোর্তুগীজরা প্রথম নিয়ে এসেছিল?

১১। গোয়ার একটি বাড়িতে ১৫৫৬ সালে পোর্তুগীজরা একটি যুগান্তকারী ইউরোপীয় আবিষ্কার স্থাপন করেছিল। সেটি কি?

১২। ভারতের কোন প্রচলিত সামাজিক প্রথাকে একটি পোর্তুগীজ শব্দ দিয়ে উল্লেখ করা হয়?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In