43

ভারতীয় বাণিজ্যের ইতিহাস ক্যুইজ

২৮ ডিসেম্বর ভারতের দুই স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠাতা রতন টাটা ও ধীরুভাই আম্বানির জন্মদিন। পাঁচ বছরের ব্যবধানে গুজরাটের খম্বাত উপসাগরের দুই বিপরীত প্রান্তে এঁদের জন্ম। ভারতীয় বাণিজ্যে এঁদের অসীম অবদানকে শ্রদ্ধা জানাতে আসুন আমরা ভারতবর্ষের বাণিজ্যের সুদীর্ঘ ইতিহাসের পর্যালোচনা করি।

সিন্ধু–সরস্বতী (হরপ্পা) সভ্যতার সময় থেকেই ভারতীয় উদ্যোগ ও বাণিজ্য ব্যবস্থা অত্যন্ত সমৃদ্ধ। ব্রিটিশ ঔপনিবেশিকতার আঘাতে এই সমৃদ্ধির চরম সংহতিনাশ হয়। স্বাধীনোত্তর যুগে ভারত নব জাগরণের পথে অগ্রসর হয়। দ্বিজেন্দ্র ত্রিপাঠী রচিত The Oxford History of Indian Business ব্রিটিশ রাজ সময়ের ভারতের বাণিজ্যের উপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। প্রসঙ্গত উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ভারতের ক্যুইজে অন্যতম পথিকৃৎ সিদ্ধার্থ বসুরও জন্মদিন।

১। হরপ্পা সভ্যতার একটি স্থল লোথাল থেকে প্রাপ্ত এই কাঠামোটি প্রাচীন ভারতের বাণিজ্য–সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি কী?

২। মুম্বইয়ের কাছে নাণেঘাট গিরিবর্ত্মে অবস্থিত এই পাথরের পাত্রটি কী কাজে ব্যবহৃত হত?

৩। ভারতের এই সুপরিচিত গ্রন্থটির নামের আক্ষরিক অর্থ হলো ‘ধন–সম্পদ সৃষ্টির বিজ্ঞান’। গ্রন্থটির নাম কি?

৪। প্রাচীনকালে বাণিজ্যের মাধ্যমে ভারতীয় শিল্পসামগ্রী সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। দেবী লক্ষ্মীর এই দুই হাজার বছর পুরোনো ভাস্কর্যটি সুদূর কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?

৫। ভারতের প্রাচীন এক বাণিজ্য–ব্যবস্থা আজও বিদ্যমান, যার উল্লেখ্য উদাহরণ কর্ণাটকের ‘আইয়াভোল’ এবং আহমেদাবাদের ‘মহাজন’ সম্প্রদায়। এই ব্যবস্থাটি কি?

৬। “একজন সাধারণ বণিকই ভারত ও ব্রিটেনের ইতিহাসের গতিপথ বদলে দিতে পেরেছিল।” এটি কোন ঘটনার প্রতি ইঙ্গিত করে?

৭। স্যার দোরাবজি টাটা যখন ব্রিটিশ রেলওয়ে কমিশনারকে জানালেন যে তিনি ভারতে ঈস্পাত উৎপাদনের পরিকল্পনা করছেন, তখন কমিশনার কী মন্তব্য করেছিলেন?

৮। ১৮৬০ দশকে, ভারতের প্রাথমিক অসংগঠিত শেয়ারবাজারে ফাটকাবাজির ফলে ধস নেমেছিল। কোন ব্যবসায়িক কার্যকলাপ তার সূত্রপাত করেছিল?

৯। ১৮২০ ও ১৮৩০-এর দশকে কলকাতার কোন শিল্পপতি পরিবারের কুলতিলক দেশের সর্বাধিক প্রভাবশালী ভারতীয় ব্যবসায়ী ছিলেন?

১০। লালা লাজপত রায় ভারতের প্রথম জাতীয় ব্যাঙ্ক প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। সেই ব্যাঙ্কের নাম কি ছিল?

১১। ১৯১৯ সালের ৫ এপ্রিল উপনিবেশের প্রথম ভারতীয় জাহাজ ‘এস. এস. লয়্যালটি’ যাত্রা করে। তার স্মরণে জাতীয় সমুদ্র দিবস পালিত হয়। এটি কার মালিকানাধীন ছিল?

১২। ১৯৫০–এর দশকের শেষভাগে এডেনে ধীরুভাই আম্বানির প্রথম ব্যবসায়িক উদ্যোগটি কী ছিল?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In