15

পরমবীর চক্র ক্যুইজ

যুদ্ধ জয় করে অসীমসাহসী যোদ্ধারা। প্রথম গুলির শব্দে সাঙ্গ হয় সকল পরিকল্পনা ও প্রস্তুতিপর্ব। প্রতিকূলতার মুখোমুখি অসাধারণ বীরত্বের এক উজ্জ্বল উদাহরণ কার্গিল যুদ্ধ। আজ কার্গিল দিবসে আমরা নিয়ে এসেছি ভারতের পরমবীর চক্র প্রাপকদের কাহিনী। পরমবীর চক্র সাহসিকতার জন্য প্রদেয় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। স্বাধীনতার পর থেকে মাত্র ২১ জন এই সম্মানে ভূষিত হয়েছেন; এবং তাঁদের মধ্যে মাত্র ৭ জন জীবিত অবস্থায় এই পুরস্কার গ্রহণ করেছেন।

প্রথম কে পেয়েছেন এই সম্মান, কে ছিলেন সর্বকনিষ্ঠ প্রাপক, কে মৃত্যুবরণ করেন আকাশেই? কে প্রাণ দিয়েছেন কোন বিশেষ দেশ বা ব্যক্তির জন্য নয়; কে জীবন দিয়েছেন অন্য একটি দেশের জন্য? আজকের বারোটি প্রশ্নোত্তর সমৃদ্ধ ক্যুইজটির মাধ্যমে আমরা এনেছি ভারতের পরমবীর চক্র প্রাপকদের বীরত্বগাথা।

এই ক্যুইজটি নেওয়া হয়েছে ইয়ান কার্ডোজোর লেখা **“পরম বীর: আওয়ার হিরোস ইন ব্যাটল”** বইটি থেকে।

১৯৪৭ সালে কাশ্মীর যুদ্ধে বহিরাক্রমণকারীদের পরাভূত করে মেজর সোমনাথ শর্মা ভারতের সর্বপ্রথম পরমবীর চক্র অর্জন করেন। তিনি কোন গুরুত্বপূর্ণ স্থানটি রক্ষা করেছিলেন?

কার্গিল যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বাট্রা একটি গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়া শত্রুমুক্ত করার পর একটি জনপ্রিয় স্লোগানের মাধ্যমে আপামর ভারতবাসীর হৃদয় জয় করে নেন। কয়েক দিনের মধ্যেই তিনি আরেকটি যুদ্ধে শহীদ হন।
সেই স্লোগানটি কী ছিল?

খৃষ্টপূর্ব দ্বিতীয় শতকের সঙ্গম সাহিত্য সম্ভারে নির্ভীক যোদ্ধাদের স্মরণে নির্মিত ‘হিরো স্টোন’ বা স্মৃতিপ্রস্তরের উল্লেখ পাওয়া যায়। এই স্মৃতিসৌধগুলিকে কী বলা হতো?

১৯৪৭ সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী পাঁচজন বীর সৈন্যকে তৎক্ষণাৎ পরম বীর চক্র (PVC) প্রদান করা যায়নি। এই সম্মান প্রদান করা হয় পরবর্তীকালে। এই সম্মান ঘোষণাটি কবে করা হয়েছিল?

পরমবীর চক্রের সঙ্গে সুইজারল্যান্ডের একটি সংযোগ রয়েছে। সেটি কী?

পরমবীর চক্রে ঋগ্বেদের একটি অস্ত্রের ছবি খোদাই করা আছে। ওই অস্ত্রটির নাম কি?

নির্মল জিত সিং সেখোঁ পরমবীর চক্রে ভূষিত হন। কোথায় তাঁর বীরত্ব প্রদর্শিত হয়?

গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদবকে কারগিল যুদ্ধে পরমবীর চক্র প্রদান করা হয়েছিল। তিনি যে এলাকায় লড়াই করেছিলেন, সেটিকে এবং কার্গিল যুদ্ধকে সমার্থক বলা হয়। সেটি কোন এলাকা?

১৯৬১ সালের ৫ ডিসেম্বর, ক্যাপ্টেন গুরবচন সিং সালারিয়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করার জন্য পরমবীর চক্র পেয়েছিলেন। সেটি কোন প্রতিষ্ঠান?

অপারেশন মেঘদূত যে যুদ্ধের সূচনা করেছিল সেটি ছিল সফল ও নীরব, এবং বর্তমানেও সেটি ঘটমান। নাইব সুবেদার বানা সিংকে এই যুদ্ধে পরমবীর চক্রে ভূষিত করা হয়। এটি কোথায় হয়েছিল?

এই পরমবীর চক্র প্রাপ্ত যোদ্ধা অন্য একটি দেশে লড়াই করে মৃত্যুবরণ করেছিলেন। তিনি কোথায় লড়াই করেছিলেন?

মেজর শৈতান সিং তাঁর দলকে একটি বিচ্ছিন্ন পোস্ট রক্ষা করতে নেতৃত্ব দেন। সেই একটিমাত্র যুদ্ধে ১১৪ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। এই যুদ্ধ কোথায় হয়েছিল?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In