88

মহাভারতের পরবর্তী প্রজন্ম

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে একটি গোটা প্রজন্ম বিলুপ্ত হয়ে গিয়েছিল। অধিকাংশ প্রধান চরিত্র তাঁদের সন্তানদের হারিয়েছিলেন। এই সন্তানদের প্রজন্ম ছিল সত্যিই হতভাগ্য – অকালে ঝরে পড়া এই বীর যোদ্ধাদের নাম কেউ স্মরণে রাখে নি; তাঁদের জীবনের গৌরবময় অধ্যায় তাঁদের পিতামাতার কর্মকাণ্ডের ঔজ্জ্বল্যের কাছে ম্লান হয়ে গিয়েছিল।

শিশু দিবসে আমরা মহাভারতের এই পরবর্তী প্রজন্মের কাহিনীগুলি নিয়ে এসেছি। অনেকগুলি উৎসের সাহায্যে প্রস্তুত এই ক্যুইজের প্রধান উৎস হল কন্নড় ভাষায় রচিত এ আর কৃষ্ণশাস্ত্রীর ‘বচন ভারত’- গ্রন্থের ইংরেজি অনুবাদ, “The Essential Mahabharata”। অনুবাদ করেছেন অর্জুন ভরদ্বাজ এবং হরি রবিকুমার।
পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন এই বইটি।

১. দ্রৌপদী কয়জন পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন?

২. যুধিষ্ঠিরের পরবর্তীকালে কে হস্তিনাপুরের রাজা হন?

৩. রাজা জন্মেজয়ের সামনে মহাভারত প্রথম পাঠ করা হয়েছিল। তিনি কার বংশধর ছিলেন?

৪. মহাভারত অনুসারে কে একলব্যকে বধ করেছিলেন?

৫. মহাভারতে শ্রীরামচন্দ্রের বংশধরকে কে হত্যা করেছিল?

৬. দুর্যোধনের পুত্রের নাম কি ছিল?

৭. কৃষ্ণের কোন বিপথগামী পুত্র দুর্যোধনের কন্যাকে বিবাহ করেছিলেন?

৮. যুদ্ধক্ষেত্রে কর্ণকে তাঁর অমোঘ অস্ত্র ব্যবহার করতে বাধ্য করেন ভীমের এক পুত্র (রাক্ষস)। তাঁর নাম কি?

৯. একবার অর্জুনকে তার এক পুত্র হত্যা করেছিল এবং তারপর একটি সঞ্জীবনী (জীবনদায়ী) রত্ন দ্বারা পুনরুজ্জীবিত করেছিল। অর্জুনের এই পুত্রের নাম কি?

যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণের সম্মুখেই তাঁর জ্যেষ্ঠ পুত্র বৃষসেনকে কে হত্যা করেছিলেন?

১১. দ্বারকা ধ্বংসের হওয়ার পর, কৃষ্ণের প্রপৌত্র কোন অঞ্চলের অধিপতি হন?

১২. শ্রীকৃষ্ণ প্রদত্ত বরে (কিংবদন্তি অনুসারে) বর্বরীক তাঁর ছিন্ন মস্তক দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তিনি কার পুত্র ছিলেন?

Special Gift for Bengali Language quiz participants. Three lucky participants receive this free gift. Please share your details to enter lucky draw.

Privacy Policy and Terms of Service

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In