37

নবদুর্গা ক্যুইজ

আমাদের আজকের বিষয় নবরাত্রির নয় দিনে নয়টি রূপে পূজিতা দেবী দুর্গা। “যা দেবী সর্বভূতেষু” শ্লোক বলে প্রাণীজগত ও প্রকৃতি সর্বত্রই দেবী বিরাজমানা — জীবজগতের সৃষ্টিশীল শক্তি, এবং প্রকৃতি, অর্থাৎ বস্তুজগৎ, সবই তাঁর ঐশ্বরিক শক্তির প্রকাশ। তাই তাঁকে অগণিত রূপে পূজা করা হয়। মার্কণ্ডেয় পুরাণের অংশ ‘দেবী মাহাত্ম্য’ গ্রন্থে দেবী দুর্গার এই নয়টি রূপের উল্লেখ রয়েছে। নবদুর্গা স্তোত্রে এই নয়টি রূপবর্ণনার মধ্যে দিয়ে দেবীর স্তুতি করা হয়েছে। এই স্তোত্রের কোনো নির্দিষ্ট রচয়িতা নেই। প্রাচীনকাল থেকেই এই স্তোত্র পাঠ করা হয়।

আজকের ক্যুইজের প্রধান উৎস আর্ট অফ লিভিং ওয়েবসাইটে প্রকাশিত নবদুর্গা স্তোত্র এবং তার ব্যাখ্যা।
এর আগে প্রকাশিত ইণ্ডিযাত্রা ক্যুইজে দেবী দুর্গার নানা রূপ, দুর্গাপূজার বিভিন্ন বৈচিত্র্যময় প্রথা, পবিত্র শক্তিপীঠসমূহ (দেবীর শক্তির আসন) এবং মার্কণ্ডেয় পুরাণের অংশ দুর্গা সপ্তশতীতে বর্ণিত নানা কাহিনী আমরা তুলে এনেছি।

সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।

১। নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রী রূপে পূজিত হন। এখানে শৈল কথার অর্থ কী?

২। নবদূর্গার দ্বিতীয় রূপে দেবী ব্রহ্মচারিণী কী উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিলেন?

৩। নবদূর্গার তৃতীয় রূপ, মা চন্দ্রঘণ্টার কপালে চাঁদ কোন রূপে শোভা পায়?

৪। দেবীর চতুর্থ রূপে মা কুষ্মাণ্ডা কীভাবে এই জগৎ সৃষ্টি করলেন?

৫। নবদূর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার পুত্রের নাম কী?

৬। দেবী কাত্যায়নীর চন্দ্রহাস নামক তলোয়ারটি শিব কাকে প্রথমে উপহার দিয়েছিলেন?

৭। সপ্তম দিনে দেবীকে ভয়ঙ্করী কালরাত্রি রূপে পূজা করা হয়। কোন পশু তাঁর বাহন?

৮। নবদূর্গার অষ্টম রূপ হল মহাগৌরী। গৌরী শব্দটির অর্থ কী?

৯। মা সিদ্ধিদাত্রী এবং শিবের মিলনে যে দ্বিলিঙ্গবিশিষ্ট দেবতার সৃষ্টি হয়েছিল, তাঁর নাম কী?

১০। প্রচলিত প্রথা অনুযায়ী গুজরাট ও মহারাষ্ট্রে নবরাত্রির দিনগুলির সাথে নিম্নলিখিত কোনটি যুক্ত থাকে?

১১। তান্ত্রিক তত্ত্বমতে নবদুর্গার নয়টি রূপ আমাদের দেহে অবস্থিত চক্রগুলির (শক্তিকেন্দ্র) সঙ্গে যুক্ত। মোট কতগুলি চক্র আমাদের দেহে আছে?

১২। নবরাত্রির নয় দিনকে তিন ভাগে বিভক্ত করে দেবীর তিন রূপ – দুর্গা, সরস্বতী ও লক্ষ্মীর সঙ্গেও যুক্ত করা হয়। কী ক্রম অনুযায়ী এটি নির্ধারিত?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In