38

ক্যুইজ – পুরাণের মহীয়সী নারীগণ

ভ্রাতাকে সারাজীবন সুরক্ষিত রাখতে ভগ্নীর অঙ্গীকারের রূপক হল রাখিবন্ধন। এই সৌহার্দ্যপূর্ণ বন্ধন যে কোন সম্পর্কের প্রতি প্রযোজ্য। আজ রাখিবন্ধন দিবসের পবিত্র দিনে আমরা এনেছি পুরাণে বর্ণিত রমণীদের কাহিনী। পুরাণ আমাদের হিন্দু সংস্কৃতির দর্পণ স্বরূপ। পুরাণের এই মহিমান্বিত নারীগণ জায়া, ভগ্নী, ও জননী রূপে পুরুষদের সুরক্ষা দিয়েছেন এবং এঁদের জীবনচরিত আমাদের নানা ভাবে অনুপ্রাণিত করে।

ডঃ সারদা আর্য রচিত “Women in the Puranas” আজকের উপস্থাপনার উৎস।

রাখি বন্ধনের শুভেচ্ছা রইল!

পুরাণ কাকে ‘দেবতাদের জননী’ বলে অভিহিত করে?

হিন্দুবিবাহে দাম্পত্যসুখের প্রতীক হিসেবে নক্ষত্ররূপী কোন নারীকে আহ্বান করা হয়?

তারামতী ও হরিশ্চন্দ্র কোন গুণের প্রতীক?

চিত্রলেখা তার প্রিয় বন্ধুর জন্য শ্রীকৃষ্ণের পৌত্রকে অপহরণ করেছিলেন। সেই নাতির নাম কী?

দ্রৌপদীর ন্যায় নলের স্ত্রীও তার স্বামীর পাশাখেলার ফলে অশেষ কষ্ট ভোগ করেছিলেন। নলের স্ত্রী কে ছিলেন?

পুরাণে বর্ণিত দুটি প্রধান রাজবংশের একটি হল চন্দ্রবংশ। এটির সূচনা করেছিলেন এক লিঙ্গ-তরল দেবতা। সেই দেবতার নাম কী?

ইন্দ্রের কন্যা জয়ন্তী তার পিতার অমতে অসুরদের গুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই গুরু কে ছিলেন?

মথুরার রাণী পদ্মাবতী এক অসুরের প্রতারণায় পড়ে গর্ভবতী হন এবং পুরাণে উল্লিখিত এক কুখ্যাত খলনায়কের জন্ম দেন। সেই খলনায়কের নাম কী?

কে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে পলায়ন করেছিলেন এবং পরে তাঁর প্রধান রাণী হয়েছিলেন?

বট পূর্ণিমায় হিন্দু নারীরা তাঁদের স্বামীর মঙ্গল কামনা করে বটগাছের চারপাশে সুতো বাঁধেন। এই উৎসবটি কার সম্মানে পালন করা হয়?

কপিল মুনি তাঁর বিদূষী জননী দেবহুতিকে হিন্দুধর্মের এক প্রাচীনতম দর্শন বিষয়ে শিক্ষাদান করেছিলেন। কি সেই বিষয়?

গুরু হিসেবে সুমনা তাঁর স্বামীকে কোন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In