29

পুরীর জগন্নাথের রথযাত্রা ক্যুইজ

২৭শে জুন রথযাত্রা। এটি ভারতের সর্বাপেক্ষা মহিমান্বিত যাত্রা। পুরী ও রথযাত্রা—এই দুটি নাম ভারতীয় তথা সমগ্র বিশ্ববাসীর মনে এক বিশেষ স্থানের অধিকারী । পুরী ভারতের প্রাচীনতম তীর্থস্থানগুলির একটি অন‍্যতম তীর্থক্ষেত্র। ইংরেজি Juggernaut শব্দটির ব্যুৎপত্তি জগন্নাথের রথ শব্দটি থেকে। এই ক্যুইজের মাধ্যমে আপনি পুরী ও রথযাত্রা সম্পর্কে ১২টি চমকপ্রদ তথ্য জানতে পারবেন। পুরী কতটা প্রাচীন? রথযাত্রা কতদিন ধরে চলে? দেবতারা কোন মন্দিরে যান? পুরীর সঙ্গে মারাঠাদের কী যোগসূত্র আছে? উপহারস্বরূপ ৫ জন ভাগ্যবান উত্তরদাতা পাবেন বিবেক দেবরায় রচিত Bhagavad Gita for Millennials বইটি।

পুরী একটি সর্বজনবিদিত তীর্থস্থান হলেও, নিম্নলিখিত কোনটি পুরীর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

পুরীর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গনে মোট কয়টি মন্দির রয়েছে?

সোমনাথ মন্দিরের মতো পুরীর মন্দিরেও আক্রমণ ও লুট করা হয়েছিল। এই মন্দির মোট কতবার আক্রান্ত হয়?

মারাঠারা পুরীর মন্দিরে অরুণ স্তম্ভ স্থাপন করে। এটি কোথা থেকে আনা হয়েছিল?

পুরীর মন্দিরের কোন জায়গাটি আনন্দ বাজার নামে পরিচিত?

রথযাত্রা শুরুর আগের ১৫ দিনের একটি সময়কালকে বলা হয় অনবসর। এই সময়ে দেবতারা কী করেন?

প্রতি ৮ থেকে ১৯ বছর অন্তর পুরীতে নবকলেবর অনুষ্ঠিত হয়। এটি কী?

রথগুলি কাঠ দিয়ে তৈরি করা হয়। একটি রথকে প্রথম কয়েক বছর ব্যবহার করার পরে আবার নতুন রথ তৈরি করা হয়। কত বছরের ব্যবধানে নতুন রথ তৈরী করা হয়?

রথযাত্রা মোট কতদিন যাবৎ অনুষ্ঠিত হয়?

রথযাত্রার মূল গন্তব্যস্থল হল গুন্ডিচা মন্দির। ‘গুন্ডিচা’ কে ছিলেন?

কিছু সময় পর্যন্ত রথযাত্রায় দুই প্রস্থ রথ ব্যবহার করা হতো — এর কারণ কী?

রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ আচার হল চেরা পহঁরা — এটি কিসের অনুষ্ঠান?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In