আশ্চর্যজনক ভাবে তুলসী দুষ্টজনের সঙ্গে ময়ূরের তুলনা করেছেন। তিনি উত্তরকাণ্ডে লিখেছেন,
“झूठइ लेना झूठइ देना। झूठइ भोजन झूठ चबेना। बोलहिं मधुर बचन जिमि मोरा। खाइ महा अहि हृदय कठोरा॥” অর্থাৎ
“তারা তাদের সমস্ত লেনদেনে মিথ্যা অবলম্বন করে – বাড়িতে, ব্যবসায়, এমনকি ভোজনের সময়ও। মধুর মতো মিষ্ট তাদের বচন অনেকটা ময়ূরের মতো, যার সৌন্দর্য ঢেকে রাখে তার নির্মম হৃদয়, যার বলে সে বিষধর সর্পকে গ্রাস করতে পারে।”
কার্তিকের বাহন ময়ূর সৌন্দর্য এবং রাজকীয়তার প্রতীক। তার পেখমের একটি পালক স্বয়ং কৃষ্ণ আভরণরূপে ব্যবহার করেন। সাপের সঙ্গে লড়াই করে তাকে পর্যুদস্ত করার ক্ষমতা রাখে ময়ূর। এই লক্ষণীয় ক্ষমতার দিকে ইঙ্গিত করে তুলনাটি করেছেন তুলসীদাস। তুলসী যে সকল উপমা ব্যবহার করেছেন, তা সহজ, সরল, চিত্তাকর্ষক। তবে বিশেষজ্ঞরা বলেন, মহিলাগণ এবং কয়েকটি সম্প্রদায়কে নিয়ে তাঁর কিছু উপমা দ্বৈত অর্থ বহন করে। তবে মহান কবি বিনীতভাবে বলেছেন, “सुजन सुचित सुनि लेहु सुधारी” – “গুণীজন প্রয়োজনে তার কাজটি পরিশুদ্ধি (নূতন রূপে ব্যাখ্যা) করতে পারেন।”
আশ্চর্যজনক ভাবে তুলসী দুষ্টজনের সঙ্গে ময়ূরের তুলনা করেছেন। তিনি উত্তরকাণ্ডে লিখেছেন,
“झूठइ लेना झूठइ देना। झूठइ भोजन झूठ चबेना। बोलहिं मधुर बचन जिमि मोरा। खाइ महा अहि हृदय कठोरा॥” অর্থাৎ
“তারা তাদের সমস্ত লেনদেনে মিথ্যা অবলম্বন করে – বাড়িতে, ব্যবসায়, এমনকি ভোজনের সময়ও। মধুর মতো মিষ্ট তাদের বচন অনেকটা ময়ূরের মতো, যার সৌন্দর্য ঢেকে রাখে তার নির্মম হৃদয়, যার বলে সে বিষধর সর্পকে গ্রাস করতে পারে।”
কার্তিকের বাহন ময়ূর সৌন্দর্য এবং রাজকীয়তার প্রতীক। তার পেখমের একটি পালক স্বয়ং কৃষ্ণ আভরণরূপে ব্যবহার করেন। সাপের সঙ্গে লড়াই করে তাকে পর্যুদস্ত করার ক্ষমতা রাখে ময়ূর। এই লক্ষণীয় ক্ষমতার দিকে ইঙ্গিত করে তুলনাটি করেছেন তুলসীদাস। তুলসী যে সকল উপমা ব্যবহার করেছেন, তা সহজ, সরল, চিত্তাকর্ষক। তবে বিশেষজ্ঞরা বলেন, মহিলাগণ এবং কয়েকটি সম্প্রদায়কে নিয়ে তাঁর কিছু উপমা দ্বৈত অর্থ বহন করে। তবে মহান কবি বিনীতভাবে বলেছেন, “सुजन सुचित सुनि लेहु सुधारी” – “গুণীজন প্রয়োজনে তার কাজটি পরিশুদ্ধি (নূতন রূপে ব্যাখ্যা) করতে পারেন।”