23

মানসের দর্শন – কুইজ

৩১ জুলাই তুলসীদাস জয়ন্তী। এ বছর তাঁর ৫২৮ তম জন্মবার্ষিকী। গান্ধীজি একবার তুলসীদাসের রামচরিতমানসকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভক্তিমূলক সাহিত্যরচনা’ বলে অভিহিত করেছিলেন। ভাষাবিদ স্যার জর্জ গ্রিফিথ তুলসীদাসকে ‘বুদ্ধের পর জনগণের সর্বশ্রেষ্ঠ নেতা’ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। রামচরিতমানস শব্দটির অর্থ শ্রীরামচন্দ্রের সুকীর্তির জলাশয়। এই গ্রন্থ, যার প্রিয়নাম মানস, উত্তর ভারতের অন্যতম ধর্মগ্রন্থ। ভক্তির গীতসুধারসসম্পন্ন প্রকাশের জন‍্য রামচরিতমানস যথাযথরূপেই প্রখ্যাত। হিন্দু দর্শনের নিগূঢ় অর্থ বিশ্লেষণের এটি একটি বিশেষ উপস্থাপনাও বটে। আজ তাঁর জয়ন্তীতে, মানসের মাধ্যমে ‘দার্শনিক তুলসী’র বক্তব্য জানার প্রচেষ্টা করব।

এই কুইজের উৎস হিসাবে পবন বর্মার আনন্দপ্রদ বইটি এবং ওয়েবসাইট http:// ramcharitmanas.info/ ব্যবহৃত হয়েছে। পাঁচজন ভাগ্যবান ক্যুইজার্স এই বইটি জেতার সুযোগ পাবেন।

কোন দৈনন্দিন বস্তুটি তুলসী একজন পবিত্র ব্যক্তির গুণাবলী – বৈরাগ্য, নিঃস্বার্থতা এবং সহনশীলতা – বর্ণনা করতে ব্যবহার করেছেন?

কবীরের মতো তুলসীও কিছু মানুষকে নিজের কাছে রাখার জন্য আমাদের উপদেশ দেন, যাতে তারা আমাদের ভুলভ্রান্তিগুলি ইঙ্গিত করতে পারে। এরা কারা?

তুলসী অনুসারে, কার প্রভাবে নির্গুণ (বৈশিষ্টের ঊর্ধ্বে) ঈশ্বর সগুণ (বৈশিষ্ট্যপূর্ণ) ঈশ্বরে পরিণত হয়?

তুলসী ঈশ্বরের একত্ববাদকে গুরুত্ব দেওয়ার জন্য বৈদান্তিকদের সমুদ্র-তরঙ্গ ন্যায় (উপমিতি) ব্যবহার করেন। এই তুলনায় কি উপাদান ব্যবহৃত হয়?

কোন দেবতা তুলসীদাসকে রামচরিতমানস লিখতে প্রেরণা দিয়েছিলেন?

ঔদ্ধত্যজনিত ক্ষতি সমূহের ব্যাখ্যা করার জন্য তুলসী বিখ্যাত শিব-সতী কাহিনীতে সতীর পিতার উদাহরণ ব্যবহার করেন। চরিত্রের নাম দিন।

তুলসীর কথানুসারে, কে প্রভুর আকারকে নির্ধারণ করতে পারেন?

জীবনের ওঠা-পড়ায় বিচলিত হওয়া কেন উচিত নয় তা বোঝাতে তুলসী কিসের সঙ্গে বিশ্বকে তুলনা করেন?

তুলসীর বক্তব্য অনুসারে, জন্ম-মৃত্যু, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি, সবকিছু কোন আইন অনুযায়ী ঘটে?

তুলসীর মতে, ‘আমি’ ও ‘আমার’, এবং ‘তুমি’ ও ‘তোমার’ এই শব্দগুলির প্রকৃত অর্থ কি ?

রাম রাজ্যে জয়ের উদ্দেশ্য কি ?

তুলসী ভারতের জাতীয় পাখির সাথে দুষ্ট লোকদের সাথে তুলনা করেছেন। কোন পাখি?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In