30

ক্যুইজ: বামন অবতার ও বলিরাজ

কেরালার সবচেয়ে জনপ্রিয় উৎসব ওনাম। সকল সম্প্রদায়ের মানুষই এই উৎসবে যোগদান করেন। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বিষ্ণুর বামন অবতারের কাহিনী। বামন অবতার বিষ্ণুর এক সুপ্রাচীন ও জনপ্রিয় মানবদেহী অবতার যিনি বিনা অস্ত্রে, বিনা যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করেন। মহাভারত, মহাভাষ্য এবং বৌদ্ধ গ্রন্থসমূহে এঁর উল্লেখ পাওয়া যায়। এই ক্যুইজে ১২টি প্রশ্নোত্তরপর্ব দিয়ে আমরা বামন ও বলিরাজের কাহিনী জানব। বলির পূর্বপুরুষের নাম কী? বলি কি সত্যিই প্রতারিত হয়েছিলেন, নাকি তিনি সব জেনেশুনেই বিষ্ণুকে সবকিছু উৎসর্গ করেছিলেন? শ্রীকৃষ্ণ কিভাবে বলির সঙ্গে সম্পর্কিত? এই ক্যুইজটি মূলত বামন পুরাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
ক্যুইজে অংশগ্রহণকারী ৫ জন সৌভাগ্যবান উত্তরদাতার কাছে উপহার হিসেবে বিবেক দেবরায় রচিত ভগবদ্গীতা পাওয়ার সুযোগ থাকছে।

বলির পূর্বপুরুষ কে ছিলেন?

কোন গ্রন্থে সর্বপ্রথম বামন অবতারের উল্লেখ পাওয়া যায়?

বলি অসুররাজ হওয়া সত্ত্বেও কে তাঁর রাজ্যে পদার্পণ ও বসবাস করেছিলেন?

বামন ব্যতীত ঋষি কশ্যপ এবং অদিতির আর কোন সন্তান জন্মগ্রহণ করেন?

বলির গুরু তাঁকে নিষেধ করেন বিষ্ণুকে কিছু দান করতে। তিনি কে ছিলেন?

মনে কোন ভাব নিয়ে বলি বিষ্ণুকে দান করতে চেয়েছিলেন?

বামন যখন তাঁর বিশালাকার পদক্ষেপ নেন, তখন তাঁর সেই রূপকে কী নাম দেওয়া হয়?

যখন বামন তাঁর তৃতীয় পদক্ষেপটি রাখার জন্য ভূমি দাবি করেন, তখন বলির পুত্র বাণ বামনের উদ্দেশ্যে কি বলেছিলেন?

ভগবান বিষ্ণু তিনটি পদক্ষেপের পর বলিকে কী প্রদান করেছিলেন?

বামন অবতারের কাহিনীতে কুরুক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে কোন ঘটনা ঘটেছিল?

কোন ভারতীয় উৎসবের ঠিক পরের দিন বলির পূজা করা হয়?

বৌদ্ধ প্রথাতেও বলির কাহিনী বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে যে তিনি যথার্থই এক জ্ঞানী ব্যক্তি হয়ে উঠবেন। বৌদ্ধ প্রথা বলিকে কীভাবে উপস্থাপন করে?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In